ফটিকছড়িতে টপসয়েল কাটায় ৬টি ডাম্প ট্রাক ও ১টি এক্সকাভেটর জব্দ

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে রাতে ছয়টি ডাম্প ট্রাক এবং একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।

Location :

Fatikchhari
ডাম্প ট্রাক ও এক্সকাভেটর জব্দ
ডাম্প ট্রাক ও এক্সকাভেটর জব্দ |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার সাথে জড়িত ছয়টি ডাম্প ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিম চৌধুরীহাটের ছোট ছিলোনীয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব যানবাহন জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে রাতে ছয়টি ডাম্প ট্রাক এবং একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।’