১৮ সালের কোটা আন্দোলন না হলে আসিফ-নাহিদ তৈরি হতো না : ভিপি নুর

‘আমরা কৌশলে রাজনীতি করেছি। আপস করি নাই, নৈতিকতা বিসর্জন দেই নাই, বিবেককে বিক্রি করি নাই। ন্যূনতম যতটা সুযোগ পেয়েছি আমরা দেশের মানুষের মুক্তি ও কল্যাণের জন্য তা ব্যবহার করেছি। আমরা গণভবনে গিয়েছি সেই ভিডিও নিয়ে এখন ট্রল হয়। কিন্তু এ অল্প বয়সে যে ভূমিকা রেখেছি তোমাদের চৌদ্দগুষ্টির চৌদ্দ পুরুষেরও সেই ভূমিকা নেই।’

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Galachipa
১৮ সালের কোটা আন্দোলন না হলে আসিফ-নাহিদ তৈরি হতো না : ভিপি নুর
১৮ সালের কোটা আন্দোলন না হলে আসিফ-নাহিদ তৈরি হতো না : ভিপি নুর |নয়া দিগন্ত

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ডাকসু না হলে ও ১৮ সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকের এ আসিফ ও নাহিদ উপদেষ্টাসহ এমন ছাত্র নেতাদের অনেকেই তৈরি হতো না। এ গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বড় একটি অংশকে নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি।’

বুধবার (১১ জুন) গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত গলাচিপা উপজেলার নবগঠিত ছাত্র অধিকার কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের এ নেতা বলেন, ‘আমরা কৌশলে রাজনীতি করেছি। আপস করি নাই, নৈতিকতা বিসর্জন দেই নাই, বিবেককে বিক্রি করি নাই। ন্যূনতম যতটা সুযোগ পেয়েছি আমরা দেশের মানুষের মুক্তি ও কল্যাণের জন্য তা ব্যবহার করেছি। আমরা গণভবনে গিয়েছি সেই ভিডিও নিয়ে এখন ট্রল হয়। কিন্তু এ অল্প বয়সে যে ভূমিকা রেখেছি তোমাদের চৌদ্দগুষ্টির চৌদ্দ পুরুষেরও সেই ভূমিকা নেই।’

নুর বলেন, ‘আজকে ভিপি নূরের জন্ম না হলে ও ছাত্র অধিকার জন্ম না হলে ২৪’র গণঅভ্যুত্থান এ বাংলাদেশে হতো না। জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে শতশত শিশুসহ মানুষের হত্যাকারীদের বিচার করাই হবে শহীদদের আত্মসুখ।’

পরিচিতি সভায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম, গলাচিপা উপজেলা গণ অধিকারের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি।

এছাড়া অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, জেলা যুব অধিকারের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, জেলা ছাত্র অধিকারের সভাপতি মহসিন ইসলাম, জেলা ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুব অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ইসলামসহ স্থানীয় ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগঠিত ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান।