গলাচিপায় সেতু সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মুরাদনগর ব্রিজ বাজার এলাকায় স্থানীয়দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Location :

Galachipa
গলাচিপার মুরাদনগর ব্রিজ বাজার এলাকায় স্থানীয়দের মানববন্ধন
গলাচিপার মুরাদনগর ব্রিজ বাজার এলাকায় স্থানীয়দের মানববন্ধন |নয়া দিগন্ত

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর গলাচিপা সদর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ সেতুর সংস্কার এবং পুনর্নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মুরাদনগর ব্রিজ বাজার এলাকায় স্থানীয়দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো: নাসির উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: আব্বাস হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আলী জিন্নাহ, গলাচিপা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন প্যাদা, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর মাঝ বরাবর ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন শতশত পথচারী, শিক্ষার্থী ও যানবাহন ঝুঁকি নিয়ে সেতু দিয়ে যাতায়াত করে। প্রতিনিয়ত কৃষকেরা সবজি বাজারে আনা-নেয়া ও মালামাল পরিবহনে সেতুটি ব্যবহৃত করেন। বহুদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো। কিন্তু এখন ভেঙ্গে পড়ায় বিচ্ছিন্ন হওয়ার পথে দু’পাড়ের যোগাযোগ। এ অবস্থায় দ্রুত সেতুটি সংস্কার না করলে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান বলেন, ‘বহুকষ্টে ও নিজ উদ্যোগে সেতুটি এখানে নির্মাণের ব্যবস্থা করেছিলাম। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেতুটি সম্পূর্ণ বেহাল অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন মানুষ ও রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।’

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম বলেন, ‘সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়েছি। ইতোমধ্যে পুনর্নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে। সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে ‘