গোপালগঞ্জে ইউনাইটেড পিপলস বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
আহ্বায়ক মো: সেলিম রেজা (বাঁয়ে) ও সদস্য সচিব জয়নুল আবেদীন
আহ্বায়ক মো: সেলিম রেজা (বাঁয়ে) ও সদস্য সচিব জয়নুল আবেদীন |নয়া দিগন্ত

মো: সেলিম রেজাকে আহ্বায়ক এবং জয়নুল আবেদীনকে সদস্য সচিব করে গোপালগঞ্জে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ছয় মাস মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এবং প্রধান সংগঠক নাঈম আহমেদ এ কমিটির অনুমোদন করেন।

এছাড়া এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদে মোট ছয়জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩৩ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আল আমিন, কাজী জহিরুল ও সুমাইয়া ইসরাত। যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন তরিকুল ইসলাম, আলতাফ উদ্দিন ও ফাহিম ইসলাম।

উল্লেখ্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।