‎গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ৭টি গাড়ি ভাঙচুর

হামলার একপর্যায়ে ঘটনাস্থলে থাকা সাতটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
ভাঙচুর করা মোটরসাইকেল
ভাঙচুর করা মোটরসাইকেল

গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫ নং কচুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের ওপর হামলা ও সাতটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কচুয়া হাই স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় কচুয়া হাই স্কুল মাঠে অবস্থান করছিলেন স্বতন্ত্র প্রার্থী নিশাদের সমর্থকরা। বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের ধানের শীষ প্রতীকের সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে ঘটনাস্থলে থাকা সাতটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকজন সমর্থক আহত হন।

‎এ ঘটনার বিষয়ে নিশাত বলেন, ‘কচুয়া ইউনিয়নে আমাদের অফিস থেকে বের হয়ে নিজ নিজ বাড়ি ফেরার পথে আমাদের লোক জনের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন সমর্থক আহত হয়েছেন এবং একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে।’

‎এদিকে বিএনপি প্রার্থী ফারুকের পক্ষ থেকে ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।