মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর ‘মিট দ্য প্রেস’

‘মানুষ উন্নয়নের কথা নয়, বাস্তব পরিবর্তন দেখতে চায়’

মুন্সীগঞ্জ–৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামান রতন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর ‘মিট দ্য প্রেস’
মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর ‘মিট দ্য প্রেস’ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ–৩ (সদর–গজারিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামান রতন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি নিজের উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।

বেলা ১১টার দিকে শুরু হওয়া এ মতবিনিময়ে কামরুজ্জামান রতন শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও ক্রীড়াখাতকে অগ্রাধিকার দিয়ে মুন্সীগঞ্জের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমি নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবো। সঙ্ঘাত নয়, জনগণের আস্থা অর্জনই আমার রাজনীতির মূল লক্ষ্য। ভয় দেখিয়ে নয়, ভোটের মাধ্যমেই জনগণের রায় নিতে চাই।’

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবো। মুন্সীগঞ্জের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই আমরা এগোচ্ছি।’

মতবিনিময় সভায় তার পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। তারা জানান, নির্বাচনে বিজয়ী হলে ঘোষিত ভিশন ও মিশন বাস্তবায়নে সবাই মিলে কাজ শুরু করা হবে।

অনুষ্ঠানে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের বড় ছেলে আয়মান ইবনে জামান, পুত্রবধূ মাহফুজা রহমান, কন্যা লুবাবা ইবনে জামান, জামাতা মাহমুদুল হাসান ইমন, জুলাই যোদ্ধা রাইসুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন নিজ নিজ বক্তব্যে তরুণ সমাজকে সম্পৃক্ত করে উন্নয়ন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূরে জান্নাত, জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ফকির এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি প্রার্থী বলেন, ‘মুন্সীগঞ্জ–৩ আসনের মানুষ আর মুখে উন্নয়নের কথা নয়, বাস্তব পরিবর্তন দেখতে চায়।’ সেই প্রত্যাশা পূরণ করতেই তিনি নির্বাচনের মাঠে নেমেছেন।