দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
দেওয়ানগঞ্জ মডেল থানা
দেওয়ানগঞ্জ মডেল থানা |সংগৃহীত

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে এক বৃদ্ধার অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বৃদ্ধের পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৫০ বছর।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান নয়া দিগন্তকে জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। সেখান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি জানান, লাশ উদ্ধারের পর জনৈক নারী প্রথমে অজ্ঞাত ওই নারীকে চিনতে পারলেও কিছুক্ষণ পর তিনি তা অস্বীকার করেন।

ওসি নাজমুল হাসান আরো জানান, কোথায়, কিভাবে ও কখন এই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে পাঁচ-ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।