ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ‘বন্যা নিয়ন্ত্রণ ও বেড়িবাঁধ নির্মাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা ফেনী স্বেচ্ছাসেবী পরিবার আয়োজন করে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের মিজান রোডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী স্বেচ্ছাসেবী পরিবারের সংগঠক খুরশিদ রহমান সূর্য।
ফেনী স্বেচ্ছাসেবী পরিবারের সদস্য রুবেল তারেকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডিবিসি প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টিভির সিনিয়র সহযোগী রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, এখন টিভির প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সিদ্দিক আল মামুন, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল হাসান লিটন, চ্যানেল এস প্রতিনিধি আহসান উল্যাহ, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি শাহ শহীদ, ফেনী স্বেচ্ছাসেবী পরিবারের সদস্য দাউদুল ইসলাম দাউদ, সেজানুল আলম চৌধুরী প্রিয় ও জালাল উদ্দিন টুটুল, জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জেবল হক পোদ্দার প্রমুখ।
খুরশিদ রহমান সূর্য বলেন, ‘আমরা বেড়িবাঁধ নির্মাণে করণীয় নিয়ে ফেনীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছি। ফেনীতে ৫৩টি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। এক হাজার স্বেচ্ছাসেবী প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণে কাজ করবে।’