শায়েস্তাগঞ্জে পিকআপচাপায় সিএনজি যাত্রী নিহত

রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Shaistagonj
দুর্ঘটনা কবলিত সিএনজি
দুর্ঘটনা কবলিত সিএনজি |নয়া দিগন্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপচাপায় মনির হোসেন (২৩) নামে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার অন্য দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনির হোসেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে এবং আহতরা হলেন- সিলেট সদরের কাশটুলা এলাকার তাহির মিয়ার মেয়ে রুমানা বেগম (১৮) ও আব্দুল হকের ছেলে আরিফুল হক (২৪)।

জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা দেয়। জগতপুর এলাকায় আসা মাত্র বিপরীত দিকে থেকে আসা পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে অটোরিকশার যাত্রী মনির হোসেন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। এর মধ্যে যাত্রী রুমানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।