মাগুরায় এনপিপির পদযাত্রা

চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান নাহিদের

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগে দেশ গড়তে মাগুরায় অনুষ্ঠিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
মাগুরায় এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ
মাগুরায় এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় ১০ জন শহীদ হয়েছে। তাদের যে রক্তের মর্যাদা তা আমাদের সকলকে মিলে দিতে হবে। এ সময় তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে সরব হওয়ার আহ্বান জানান।

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগে দেশ গড়তে মাগুরায় অনুষ্ঠিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের সময় মাগুরা সদর উপজেলার পরিষদের সামনে ছাত্র সমন্বয়করা এনসিপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এ সময় গাড়িবহর থেকে নেমে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রাটি মাগুরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ভায়না মোড়ে পথসভা করে।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে আপনাদের সরব হতে হবে। জুলাই অভ্যুত্থানে মাগুরায় ১০ জন শহীদ হয়েছে তাদের যে রক্তের মর্যাদা তা আমাদের সকলকে মিলে দিতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই। লড়াই কিন্তু শেষ হয়নি। জুলাই সনদ ৩ আগস্টের মধ্যে আমরা কাযর্কর দেখতে চাই। এক বছরের মধ্যে সরকার সকলকে নিয়ে যদি জুলাই সনদ দিতে ব্যর্থ হয় তাহলে আবার আমরা সারা দেশের ছাত্র-জনতা নিয়ে রাজপথে নামব।’

এ সময় দলের যুগ্ম সমন্বয়ক তাসনুভা জাবিন বলেন, ‘শেখ হাসিনাসহ তার দল আওয়ামী লীগ জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের দাবিতে আমরা এগিয়ে এসেছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চাই বিচার সুষ্ঠুভাবেই হোক। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যেন আর দাঁড়াতে না পারে। তার জন্যই পদযাত্রা শুরু করেছি। আপনারা আমাদের সাথে থাকবেন সংস্কারের দাবি নিয়ে আমরা এসেছি।’

সমাবেশ শেষ করে দুপুর আড়াইটার দিকে গাড়ি বহর নড়াইলের উদ্দেশে মাগুরা ভায়না মোড় ত্যাগ করে।