‘এ দেশে আর কোনো স্বৈরশাসক তৈরি হতে দেবো না’

‘লেডি ফেরাউন হাসিনার লাখ লাখ পুলিশ আমাদের দমাতে পারেনি। আগামীতে ট্রাক প্রতীকে আমাকে নির্বাচিত করলে মির্জাপুরে কোনো চাঁদাবাজি, টেন্ডাবাজি, দখলবাজি হতে দেবো না।’

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
গণঅধিকার পরিষদের নির্বাচনী শোভাযাত্রা ও পথসভায় মো: তোফাজ্জল হোসেন
গণঅধিকার পরিষদের নির্বাচনী শোভাযাত্রা ও পথসভায় মো: তোফাজ্জল হোসেন |নয়া দিগন্ত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলটির মির্জাপুর আসনের মনোনীত প্রার্থী মো: তোফাজ্জল হোসেন বলেছেন, বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ দেশে আর কোনো স্বৈরশাসক তৈরি হতে দেবো না।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় টাঙ্গাইলের মির্জাপুরে গণঅধিকার পরিষদের নির্বাচনী শোভাযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মো: তোফাজ্জল হোসেন বলেন, ‘লেডি ফেরাউন হাসিনার লাখ লাখ পুলিশ আমাদের দমাতে পারেনি। আগামীতে ট্রাক প্রতীকে আমাকে নির্বাচিত করলে মির্জাপুরে কোনো চাঁদাবাজি, টেন্ডাবাজি, দখলবাজি হতে দেবো না। সরকারি প্রতিটা কাজের হিসাব দেয়া হবে।’

এ শোভাযাত্রায় পিকআপ ভ্যানসহ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।