‘চিকিৎসার জন্য ব্যাংকক আর ইন্ডিয়া নয়, ১ হাজার কোটি টাকা ব্যয়ে ইনানীতে হবে হাসপাতাল’

‘চিকিৎসার জন্য আর ব্যাংকক বা ভারত যেতে হবে না; উখিয়ার ইনানীতেই সারা এশিয়ার মানুষ চিকিৎসা নিতে আসবে। তার ভাষায়, এক হাজার কোটি টাকায় নির্মিত হবে অত্যাধুনিক হাসপাতাল, যা শুধু উখিয়া নয়, পুরো কক্সবাজারের স্বাস্থ্যব্যবস্থাকেই অন্য মানচিত্রে নিয়ে যাবে।’

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
কক্সবাজারের ম্যাপ
কক্সবাজারের ম্যাপ |নয়া দিগন্ত

উখিয়ায় ধানের শীষের নির্বাচনী মাঠ আজ দুপুরে ইনানীতে জনস্রোতে কাঁপল। বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী ইনানীতে মানুষের ভিড়ের সামনে দাঁড়িয়ে এমন এক প্রতিশ্রুতি দিলেন, যা মুহূর্তেই এলাকাজুড়ে আলোচনার ঝড় তোলে।

তিনি বললেন—চিকিৎসার জন্য আর ব্যাংকক বা ভারত যেতে হবে না; উখিয়ার ইনানীতেই সারা এশিয়ার মানুষ চিকিৎসা নিতে আসবে। তার ভাষায়, এক হাজার কোটি টাকায় নির্মিত হবে অত্যাধুনিক হাসপাতাল, যা শুধু উখিয়া নয়, পুরো কক্সবাজারের স্বাস্থ্যব্যবস্থাকেই অন্য মানচিত্রে নিয়ে যাবে। তাকে ঘিরে ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মী, আর চারপাশে সাধারণ মানুষের প্রত্যাশা–উচ্ছ্বাসের মিশ্র প্রতিক্রিয়া।

ঠিক একই সময়ে কোটবাজারেও জমে উঠেছিল ভিন্ন রঙের গণসংযোগ। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমদ আনোয়ারি মানুষের হাত মেলাতে মেলাতে ভোটারদের কাছে টেনে নিচ্ছিলেন নিজের প্রান্তিক, সংগঠিত ও দীর্ঘদিনের স্থানীয় ভিত্তিকে। তার পাশে ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজলসহ দায়িত্বশীলরা। তাদের প্রচারণা ছিল আরো ঘরোয়া, আরো মানুষের ভেতরে গিয়ে কথা বলার ধাঁচে—কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে, কেউ দোকানের বারান্দায়, কেউবা ঘরের সামনে এসে আলোচনা শুনে যাচ্ছিলেন। দু’জনের উপস্থিতিই স্পষ্ট করে দেয়, উখিয়ার এই আসনে নির্বাচন শুধু ভোটের লড়াই নয়; প্রভাব, সংগঠন ও ভবিষ্যৎ উন্নয়নের প্রতিশ্রুতি ও বটে।