শ্রীপুরে মাছ ধারার জালে উঠে এলো ৭ ককটেল, এলাকায় আতঙ্ক

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ সংলগ্ন পুকুর থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Sripur
ঘটনাস্থলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
ঘটনাস্থলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে একটি কলেজ সংলগ্ন পুকুরে মাছ ধরার সময় মাছের সাথে জালে সাতটি ককটেল উঠে এসেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ সংলগ্ন পুকুর থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর পাড় থেকে সেগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাছির আহমদ।

স্থানীয় জেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা তিনজন মাছ ব্যবসায়ী কলেজের পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলি। পানি থেকে জাল তোলার সময় মাছের সাথে ইটবাঁধা একটি ব্যাগ উঠে আসে।’

এদিকে, জেলেরা ব্যাগটিতে ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল ককটেলগুলো উদ্ধার করে। জেলেদের জালে ককটেল উঠে আসার খবর পেয়ে আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পুকুর থেকে ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাছির আহমদ জানান, ‘তিন মাছ ব্যবসায়ী সকালে ওই পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে। পরে জাল তোলার সময় মাছের সাথে একটি ব্যাগ উঠে আসে। ওই ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখে তাদের মধ্যে একজন জাতীয় জরুরি সেবার নম্বরে কল দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।’

তিনি আরো জানান, ‘উদ্ধারকৃত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শে ককটেলগুলোর বিষয়ে পরবর্তী কার্যক্রম নেয়া হবে। তবে কারা, কেন ও কিভাবে ব্যাগটি পুকুরে ফেলে গেছে তা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’