লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

‎জনসাধারণের ভোগান্তি কমাতে সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন পোদ্দার বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

‎শনিবার (২৮ জুন) দুপুরে মিরিকপুর বাজার সংলগ্ন এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি মাওলানা রুহুল আমীন, দত্তপাড়া কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আলম ভুলু, মাওলানা জহির আহমেদ আনসারী, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির দফতর সম্পাদক অ্যাডভোকেট আরাফাত হোসেন সুমন বক্তব্য রাখেন।

এছাড়া স্থানীয় ‎মাওলানা ইউসুফ, মোবারক হোসাইন, আনোয়ার হোসেন, মাহমুদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন মাওলানা শোয়াইব সিদ্দিকী।

‎মানববন্ধনে বক্তারা বলেন, জকসিন পোদ্দার বাজার সড়কে লক্ষ্মীপুর পূর্বাঞ্চলের লক্ষাধিক মানুষ চলাচল করে। দীর্ঘ ৪ বছরেও সংস্কার না করায় লক্ষ্মীপুরের জকসিন থেকে পোদ্দার বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের প্রায় ১০ কিলোমিটার অংশ পাড়ি দিতে যেন যাত্রীদের শেষ নেই ভোগান্তির।

এদিকে খানাখন্দে ভরা সড়কটিতে বন্ধ হয়ে গেছে পণ্যবাহী ট্রাক ও পিকআপ চলাচল। অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় প্রায় সড়কটিতে দুর্ঘটনা ঘটছে। এছাড়া এ রাস্তায় স্বাভাবিক চলাচলে গুনতে হচ্ছে অধিক ভাড়া। বিশেষ করে রোগীদের নিয়ে চলাচল যেন প্রায় অসম্ভব হয়ে পড়ছে রাস্তাটিতে।

‎জনসাধারণের ভোগান্তি কমাতে সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। ‎দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে আরো বড় ধরনের কর্মসূচি নেয়া হবে বলেও জানান তারা।