ধুনটে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার ১

ধুনটে জমি নিয়ে বিরোধে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
ধুনটে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার ১
ধুনটে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার ১ |নয়া দিগন্ত

বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাবেক সেনা সদস্য ও তার পরিবারের লোকজনকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার শহিদুল ইসলাম উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে। এর আগে শনিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামকৃষ্ণপুর মৌজার ২৪ শতক জমি নিয়ে মাধবডাঙ্গা গ্রামের সাবেক সেনা সদস্য আবু বক্কর সিদ্দিকের সাথে একই গ্রামের জহুরুল ইসলামের বিরোধ রয়েছে। এ অবস্থায় ২১ আগস্ট দুপুর আড়াইটায় জহুরুল ও তার ভাই শহিদুল লোকজন নিয়ে আবু বক্কর সিদ্দিকের জমি বেদখল করার চেষ্টা করে।

এসময় আবু বক্কর সিদ্দিক ও তার পরিবারের লোকজন বাধা দিলে জহুরুল, শহিদুল ও তাদের লোকজন কুপিয়ে আবু বক্কর সিদ্দিক সহ একই পরিবারের চারজনকে আহত করে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে ২৭ আগস্ট থানায় একটি মামলা করেন। ওই মামলায় জহুরুল ও তার ভাই শহিদুল সহ ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, ‘এ মামলার অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।’