নির্বাচন পেছানোর পাঁয়তারা দেশের মানুষ বরদাস্ত করবে না : আলতাফ হোসেন

রোববার (২ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
অনুষ্ঠানমঞ্চে আলতাফ হোসেন চৌধুরীসহ অন্যরা
অনুষ্ঠানমঞ্চে আলতাফ হোসেন চৌধুরীসহ অন্যরা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক বিমানবাহিনীর প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে। নির্বাচন পেছানোর চেষ্টা দেশের মানুষ বরদাস্ত করবে না।’

রোববার (২ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বিএনপির ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার।’

‎বিএনপি নেতা জহিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

এছাড়া শিল্পপতি প্রকৌশলী এম এ হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সোবাহান, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ সভায় উপস্থিত ছিলেন।

‎অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়া প্রমুখ।