কাঁঠালিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
কাঁঠালিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
কাঁঠালিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি অফিস ভাংচুর ও আগুন দেয়ার মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলম গাজীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার আমুয়া নতুন বন্দরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে তাকে কোর্টে চালান করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে থানার ওসি মংচেনলা বলেন, ‘ভোরে আমুয়া বন্দরের নিজ বাসা থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী ইদ্রিস আলম গাজীকে গ্রেফতার করা হয়। বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কোর্টে পাঠানো হয়েছে।’