পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ

২৫ আগস্ট দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ওই অনুষ্ঠান করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি

Location :

Panchagarh
পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ |নয়া দিগন্ত

পঞ্চগড়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন। স্কুলের সভাপতি মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো: কামরুল হাসান, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তফিজ উদ্দীন আহমেদ, ধাক্কামারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এসইডিপি’র পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন-পিবিজিএসআই স্কিমের নির্বাচিত ২০ জন শিক্ষার্থীর প্রতিজনের হাতে পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।