জামালপুরের ৫টি আসনে ৪৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামালপুরে মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
জামালপুরের ৫টি আসনে ৪৪ প্রার্থীর মনোনয়ন দাখিল
জামালপুরের ৫টি আসনে ৪৪ প্রার্থীর মনোনয়ন দাখিল |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামালপুরে মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের উপস্থিতি ও ও পক্ষে এসব মনোনয়ন পত্র গ্রহণ করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টায় নির্ধারিত সময়সীমা শেষে জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুপ আলী বিষয়টি নিশ্চিত করেন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা ধারাবাহিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার ৫টি আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলে জমা দিয়েছেন ৪৬ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে জামালপুর-৫ (সদর) আসনে এবং সবচেয়ে কম জমা পড়েছে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ)আসনে।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন, জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৭ জন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১১ জন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ১০ জন এবং জামালপুর-৫ (সদর) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: ইউসুপ আলী বলেন, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫টি সংসদীয় আসনে মোট ৪৪টি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

প্রার্থীরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি ।

আগামী ৩ ও ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। জামালপুর-২ (ইসলামপুর) আসনে দুই জন স্বতন্ত্রসহ ৭ এমপি প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

তাদের মধ্যে এই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো: ছামিউল হক ফারুকী (জামায়াত), মোস্তফা আল মাহমুদ(জাপা), মো: আনোয়ার হোসেন (জাপা জিএম কাদের) সুলতান মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শফিকুল ইসলাম খান (স্বতন্ত্র) ও অনব ওয়ারেজ খান (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শফিকুল ইসলাম খান জামালপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় স্থানীয় বিএনপির মধ্যে চলছে নানা প্রতিক্রিয়া।

তবে শফিকুল ইসলাম খান বলেন, বিএনপি মনোনীত প্রার্থীর কোন সমস্যা হলে,তখন এই আসনে একজন ধানের শীষের প্রার্থী থাকতে হবে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছি।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (জামালপুর-২) নাজমুল হুসাইন জানান, জামালপুর-২ থেকে ৫জন দলীয় এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।