বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না : অমিত

মঙ্গলবার যশোরে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মাশায়েখদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে তাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
বক্তব্য রাখছেন অনিন্দ্য ইসলাম অমিত
বক্তব্য রাখছেন অনিন্দ্য ইসলাম অমিত |নয়া দিগন্ত

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না বরং ইসলামী মূল্যবোধকে চরিত্রে ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ধর্মীয় চেতনার প্রতিফলন ঘটিয়েছেন এবং তারেক রহমানও সে ধারাবাহিকতা রক্ষা করবেন। ইসলামের মর্যাদা রক্ষার্থে অঙ্গীকারাবদ্ধ বিএনপি।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মাশায়েখদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে তাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মুফতি মুজিবুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন ড. মাসুদুর রহমান।