নওগাঁর মহাদেবপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে ছলিম উদ্দিন সরদার (৭৭) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন।
রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাট চকগৌরী বাজারে হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
নিহত ছলিম উদ্দিন সরদার নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের শৈলকোপা গ্রামের মরহুম গ্যানা সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্য দিনের মতো আজ সকালে ভিক্ষা করতে হাট চকগৌরী বাজারে আসে ছলিম উদ্দিন। সেখানে রাস্তার দক্ষিণ পাশের দোকানগুলো থেকে ভিক্ষা নিয়ে রাস্তার উত্তর পাশে আসার সময় হানিফ পরিবহনের একটি বাস নওগাঁ থেকে নওহাটার যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে রাস্তায় পরে যান তিনি। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সেখানে তার মৃত্যু হয়।