‘আলোকিত ফেনী বৃত্তি’ পরীক্ষায় অংশ নিয়েছে ৫ সহস্রাধিক শিশু

ফেনীতে প্রতিবছরের ন্যায় এবারও ১৪তম ‘আলোকিত ফেনী বৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে সহযোগিতায় রয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
‘আলোকিত ফেনী বৃত্তি’ পরীক্ষায় অংশ নিয়েছে ৫ সহস্রাধিক শিশু
‘আলোকিত ফেনী বৃত্তি’ পরীক্ষায় অংশ নিয়েছে ৫ সহস্রাধিক শিশু |নয়া দিগন্ত

ফেনীতে প্রতিবছরের ন্যায় এবারও ১৪তম ‘আলোকিত ফেনী বৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে সহযোগিতায় রয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন।

শনিবার ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, সোনাগাজী ছাবের মডেল পাইলট হাই স্কুল, দাগনভূঞা সরকারি আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়, আজিজিয়া ফাজিল মাদরাসা, সিলোনীয়া হাই স্কুল, সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৫ সহস্রাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিযোগিতামূলক এ আয়োজনে কেন্দ্র পরিদর্শন করেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।

এসময় বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও আরো সাথে ছিলেন- ফেনী সরকারি পাইলট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ দিবা খানম, ব্যবসায়ী ও সমাজসেবক আ ন ম আবদুর রহীম, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশিদ।

বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।