বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল

আলোচনা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উজিরপুর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। আলোচনা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো: এমদাদুল কাসেম সেন্টু, সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার, বিএম রবিউল ইসলাম, সাবেক সভাপতি মো: মহাসিন মিয়া লিটন, সৈয়দ জাহিদ, মো: রফিকুল ইসলাম রফিক, মো: নূরুল ইসলাম আসাদ, মো: খলিলুর রহমান, মো: মাহাবুবুর রহমান, মো: সোহাগ হাওলাদার, মো: আহাদ হোসেন সুমন, মো: সুমন বালী, মো: মেহেদী হাসান প্রমুখ।