নাটোরের লালপুরে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের মুখে হাবিল প্রমাণিক (৩৮) নামে এক যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিল নান্দ গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।
সূত্রে জানা যায়, হাবিল দেলুয়া মোড় থেকে নান্দ গ্রামে যাচ্ছিলেন। ওই পথে মাঠের ভেতরে একটি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে তারা হাবিলকে জিম্মি করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত দেলুয়ার দিকে পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: মমিনুজ্জামান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।