চীনের অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবি জানিয়েছেন সাদুল্লাপুরের সর্বস্তরের জনগণ। এরই দাবিতে সোমবার সাদুল্লাপুর পাবলকি লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন পালন করা হয়।
এ অনুষ্ঠানের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, শিক্ষক, অভিভাক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা শাখার আমির সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল-আমিন, জাতীয় পার্টির সৈয়দ আলী সরকার, কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, বিএনপি নেতা টেলিজার রহমান বাচ্চুসহ অনেকে।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলের সবচেয়ে অবহেলিত জেলা গাইবান্ধা। তবে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। এখানে চীনা হাসপাতালটি নির্মাণের জন্য সরকারি মালিকানাধীন পর্যাপ্ত পরিমাণ জমিও রয়েছে। গাইবান্ধা জেলার মধ্যে এই হাসপাতালটি নির্মাণ হলে চারাঞ্চলের বাসিন্দাসহ আশপাশের বেশ কিছু জেলার মানুষ সহজে স্বাস্থ্যসেবা পাবেন।