দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাকালীন সম্পাদক আলমগীর মহিউদ্দিনের বুদ্ধিদীপ্ত কৌশলের কারণেই পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশ বরেণ্য সাংবাদিক মরহুম আলমগীর মহিউদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী।
কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, ব্যবসায়ী এ কে এম লুৎফুর রহমান রিপন।
শোকসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রথম আলো প্রতিনিধি আবদুর রহমান, নয়া দিগন্ত কুমিল্লা জেলার সাবেক প্রতিনিধি সহিদ উল্লাহ মিয়াজী, সিনিয়র সাংবাদিক নেতা সহিদ উল্লাহ, সিটিভি সম্পাদক ওমর ফারুকী তাপস, গোমতী সংবাদের সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহি উদ্দীন মোল্লা, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহী উদ্দীন লিটন, গাজী টিভির প্রতিনিধি সেলিম মুন্সী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, এখন টিভির প্রতিনিধি মাসুদ আলম, আকাশ টিভির সম্পাদক মহী উদ্দীন আকাশ, সমতট টিভির তৌহিদ হোসেন সরকার, নয়া দিগন্ত দাউদকান্দি সংবাদদাতা হানিফ খাঁন, বুড়িচং সংবাদদাতা কাজী খোরশেদ আলম, নাঙ্গলকোট সংবাদদাতা সাইফুল ইসলাম, বাসসের দেলোয়ার হোসাইন আকাঈদ, সংগ্রামের প্রতিনিধি রেজাউল করিম রাসেল, কুমিল্লা মেইলের জমির আলী সরকার।
এসময় দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন স্মরণে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দু’টি এসি দেয়ার ঘোষণা দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।