নওগাঁর রাণীনগরের আবাদপুকুর এলাকার একটি গোডাউন থেকে ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ করার ঘটনায় থানায় মামলা করেছে উপজেলা খাদ্য বিভাগ।
সোমবার (২৮ এপ্রিল) উপজেলা খাদ্য পরিদর্শক মো: আনিছুর রহমান এ মামলা করেছেন বলে নিশ্চিত করেন থানার ওসি আব্দুল হাফিজ মো: রায়হান।
এর আগে এই ঘটনায় রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার যাত্রাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে চাল ব্যবসায়ী জাহাঙ্গির আলম বাবুকে প্রধান আসামি ও অজ্ঞাত আরো তিন থেকে চারজনকে আসামি করে উপজেলা খাদ্য বিভাগের পক্ষে মামলা করা হয়েছে।
উপজেলা খাদ্য পরিদর্শক মো: আনিছুর রহমান জানান, সরকারি বিভিন্ন কর্মসূচির চাল কয়েকজন ব্যবসায়ী কিনে উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকার আমজাদ মণ্ডলের মার্কেটের দু’টি ভাড়া করা গোডাউনে মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দু’গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তাও পাওয়া যায়।
অভিযানের সময় চাল ব্যবসায়ী ও গোডাউন মালিকরা পলাতক ছিল। অভিযান শেষে শুক্রবার রাতে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে মজুদ করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, আবাদপুকুর এলাকার কুতকুতিতলায় সরকারি বিতরণ করা চাল ক্রয় করে মজুদ করা হয়েছে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী অভিযানে বিপুল পরিমাণ খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় উদ্ধার করা চাল জব্দ করা হয়েছে। প্রশাসন যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তৎপর রয়েছে। অবৈধ মজুদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।