পিআর পদ্ধতির নামে একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : জমিয়ত মহাসচিব

পিআর পদ্ধতিতে স্থানীয় ভোটারদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ নেই।

আব্দুল মতিন, মনিরামপুর (যশোর)
জমিয়ত মহাসচিব
জমিয়ত মহাসচিব |নয়া দিগন্ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেছেন, পিআর পদ্ধতিতে স্থানীয় ভোটারদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ নেই। দেশকে যারা অস্থিতিশীল রেখে ফায়দা লুটতে চায়, তারাই পিআর পদ্ধতির নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে।

শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়মে অনুষ্ঠিত যশোরের মনিরামপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে দেশ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র উপহার দেয়া হবে। চাঁদাবাজিসহ দখল দারিত্বে অনেকেই জড়িত থাকলেও শুধু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে কেন? এটি একটি ষড়যন্ত্র মাত্র।

এ সময় প্রধান অতিথি আগামী জাতীয় নির্বাচনে যশোর-৫ আসনে রশীদ বিন ওয়াক্কাসকে বিএনপি জোটের ধানের শীষের প্রার্থী উল্লেখ করে বলেন, বিগত ২৬ বছর ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম অত্যাচার সহ্য করেও দলটি বিএনপি ছেড়ে যায়নি। এ কারনে আগামী নির্বাচনে যশোর-৫, মনিরামপুরের এই আসনটি জমিয়তের জন্য চূড়ান্ত করা হয়েছে। বিগত নির্বাচনে যেভাবে মুফতি মুহম্মদ ওয়াক্কাস (রহঃ) কে ভোট দিয়ে সম্মানিত করেছেন, আগামীতে তার উত্তরসূরী হিসেবে তারই ছেলে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে বিজয়ী করার আহ্বান জানান।

মুফতি কামরুজ্জামান কাসেমীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি রেজাউল করিম, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন খান, যুব জমিয়ত নেতা মাওলানা হাসান আল মামুনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত জমিয়তের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি র‌্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।