মাগুরার শ্রীপুরে পূর্ব শত্রুতার জের ধরে অর্ধশতাধিক বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছ্নে।
রোববার (১৫ জুন) সকালে ও গতকাল রাতে উপজেলার আমতৈল-তারাউজিয়াল ও নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শত্রুতার জেরে নোহাটা গ্রামের পলাশ, জাফর, আসাদ, বিল্লাল, জিল্লু, আলমগীর, জাহাঙ্গীর, ইকবাল, মুক্তিযোদ্ধা শেখ কাওছার আলী, মোসলেম, আজিজ, সরোয়ার, হাফিজার, বেদেনা ও আতর শেখসহ অন্তত অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর চালায় প্রতিপক্ষ। ওই গ্রামের লিপটন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল, কবির, স্কট ও ফারুক মেম্বারের নেতৃত্বে এ হামলা করা হয় বলে নিশ্চিত করেন ভুক্তভোগীরা।
এ সময় এখলাস শেখ নামে এক ব্যক্তির একটি ঘর পুড়িয়ে দেয়া হয়ে বলেও অভিযোগ করেন তার স্ত্রী।
এদিকে হামলাকারীরা ভাঙচুরের পর ঘরের দামি আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, চাল, ডাল, পেঁয়াজ, গরু-ছাগল নিয়ে যায় বলেও জানায় ভুক্তভোগীরা।
এ ঘটনায় রোববার সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ শেখ (২৪) আশিকুজ্জামান (৪৫), যমুনা (২৫), মনি (৪৫), পল্টুসহ (৪৫) অন্তত ১০ জন আহত হন। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।