শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে নারীর মর্মান্তিক মৃত্যু

স্থানীয়রা খামারের ভেতর বিদ্যুতায়িত তারে জড়িয়ে থাকা অবস্থায় রূপবান বেগমের নিথর দেহ দেখতে পান।

Location :

Shyamnagar
ছবি : নয়া দিগন্ত

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিয়াল তাড়ানোর জন্য বসানো বিদ্যুতায়িত ফাঁদে জড়িয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে বাড়ির পাশের মুরগির খামার ‘সুন্দরবন প্রজেক্ট’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই নারীর নাম রূপবান বেগম (৪৫)। তিনি উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।

নিহতের পরিবার জানায়, সকালে রূপবান বেগম ছাগলের জন্য ঘাস কাটতে খামারের দিকে যান। আগের দিন খামারের ম্যানেজার মাকসুদ তাকে ওই এলাকায় ঘাস কাটার পরামর্শ দিয়েছিলেন। পরে দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খামারের ভেতর বিদ্যুতায়িত তারে জড়িয়ে থাকা অবস্থায় রূপবান বেগমের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনার পর খামারটির মালিক ও কর্মচারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। খামারের মালিক নূর ইসলাম জানান, রাতে শিয়ালের উপদ্রব ঠেকাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। তবে ভুলবশত সকালে সংযোগ বন্ধ করা হয়নি বলেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনার পর থেকে খামারের ম্যানেজার মাকসুদ আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।