চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার মনোনয়ন জমা

‘অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস বাস্তবায়ন হয় তাহলে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলাম।’

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার মনোনয়ন জমা
জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার মনোনয়ন জমা |নয়া দিগন্ত

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ ছালেহ, সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, সদরের সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের হোসাইন খানসহ নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

জামায়াতের এ প্রার্থী বলেন, ‘আশা করছি এ আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। লাইসেন্সবিহীন যে অস্ত্র দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য তা উদ্ধার করা দরকার। অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস বাস্তবায়ন হয় তাহলে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলাম। আমরা মনে করি ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে।’