মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে ৬১০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকায় মাদক বিক্রি করার জন্য অবস্থান করা অবস্থায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো: মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ ডিবির একটি চৌকস দল কুমারভোগ ঈদগাহ এলাকায় অবস্থান করে। একপর্যায়ে সেখানে মাদক বিক্রির উদ্দেশে অবস্থানকালে ওই দু’জনকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে এই মাদক জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।



