জিয়ানগরে নারী নেতৃত্ব সম্প্রসারণে বিএনপির সমাবেশ

নারী সমাজকে বাদ দিয়ে কোনো আন্দোলন বা সংগ্রাম সফল হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
‎বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন
‎বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন |নয়া দিগন্ত

‎সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো: ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম ও সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ।

‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নারীদের সামাজিক ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত করা। বিএনপির আন্দোলন-সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণ কেবল দলকেই শক্তিশালী করবে না বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনেও বিরাট ভূমিকা রাখবে। নারী সমাজকে বাদ দিয়ে কোনো আন্দোলন বা সংগ্রাম সফল হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।’

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন ও মাস্তান হাফিজ। এ সময় সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।