ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: আব্দুল ওয়াদুদ দুলাল (৫০) নামে এক প্রতিবেশীকে বাবা-ছেলে মিলে দা দিয়ে কুপিয়ে জখম করেছে।
বুধবার (৭ মে) দুপুরে হামলাকারী বাবা আব্দুল হান্নান (৪৫) ও ছেলে মো. রায়হানকে (২৫) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে এ ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুল ওয়াদুদ দুলালের বাড়ির সামনে পুকুর পাড়েরের টিনের বেড়া খুলে নিয়ে যাচ্ছিল হান্নান ও তার ছেলে রায়হান। এতে দুলাল বাধা দিলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনির পর হত্যার উদ্দেশ্যে ঘাড়ে দা দিয়ে কোপ দেয় হান্নান। এসময় দুলালের আর্তচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে আহত দুলালকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হান্নান ও তার ছেলে রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার রাতেই দুলাল বাদী হয়ে হান্নান ও তার ছেলেকে আসামি করে থানায় একটি মামলা দায়েরের পরে ফের হাসপাতালে চিকিৎসা নিতে যায়।
এলাকার বাসিন্দারা বলেন, ‘আব্দুল হান্নান খুবই দাঙ্গাবাজ ও মামলাবাজ প্রকৃতির লোক। সে কমপক্ষে শতাধিক মামলা দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করেছে। এমনকি হান্নান বিভিন্ন মসজিদের কুপন দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা তোলে। কিছুদিন আগে প্রতারণা করতে গিয়ে ময়মনসিংহ শহরে গণধোলাইও খেয়েছে।
স্থানীয়রা আরো জানান, তার ছেলে রায়হানের নামে থানায় বলৎকারের মামলাও আছে। এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।
এ বিষয়ে ভোক্তভোগী আব্দুল ওয়াদুদ দুলাল বলেন, ‘হান্নান ও তার ছেলের পেশাই হলো মানুষকে হয়রানি, অত্যাচার-নির্যাতন এবং গায়ের জোরে জমি দখল করা। আমাকে সে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করেছে। শেষ পর্যন্ত আমাকে প্রাণে মারতে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। আল্লাহর রহমতে ও এলাকাবাসীর চেষ্টায় এ যাত্রায় আমি বেঁচে গেছি। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ নিয়ে অভিযোগ পাওয়ার পর থানায় একটি মামলা করা হয়েছে। হান্নান ও তার ছেলে রায়হানকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’