ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতীয় অংশে অবৈধভাবে অবস্থান করা ১৫ বাংলাদেশীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ১৯৪ ব্যাটলিয়নের কুমাড়ীপারা বিএসএফ।
মঙ্গলবার (১ জুলাই) রাতে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশী নাগরিক ভারত থেকে বাংলাদেশে আসার সময় দুপুরের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৯৪ বিএসএফ ব্যাটলিয়নের কুমাড়ীপারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে মহেশপুর সীমান্তের খোশালপুর বিজিবি ক্যাম্পকে আবগত করেন তারা। আটককৃতদের পরিচয় নিচ্ছিত করে সন্ধ্যায় সীমান্ত পিলার ৬০/৮৭-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে তাদেরকে গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তাদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। তাদেরকে সাধারণ ডায়রির (জিডি) মাধ্যমে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।