নবাবগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত চালক

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন।

মো: ইকরামুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Dinajpur
নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার হলাইজানা গ্রামের পশ্চিম পাশের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম গাজীপুরের সদর উপজেলার কাগার গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।