রাঙ্গামাটিতে কাঠবোঝাই ট্রাক্টর-ট্রলি উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Bagaichhari
দুর্ঘটনাকবলিত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা
দুর্ঘটনাকবলিত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা |নয়া দিগন্ত

রাঙ্গামাটির বাঘাইছড়ির সদর ইউনিয়নে আর্য্যপুর এলাকায় স্থানীয়ভাবে ‘ট্যাক্টর’ নামে পরিচিত ছয় চাকার একটি ট্রাক্টর-ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো (৩৫)। আহতরা হলেন– সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০)।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ও ইউপি চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কজইছড়ি সীমান্ত সড়ক থেকে লাকড়ি বোঝাই ছয় চাকার একটি ট্রাক্টর বাঘাইছড়ি উপজেলা সদরে যাচ্ছিল। আসার পথে আর্যপুর রাবার বাগান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে গেলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। মূমুর্ষ চালকসহ বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্র পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।