আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে ৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ২৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক।
রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৪ জন স্বতন্ত্র, একজন বাংলাদেশ সুপ্রিম পার্টির ও একজন জাতীয় সমাজতান্ত্রিক দদের (জাসদ)। তবে মনোনয়নপত্র বাতিল চার স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজনই বিএনপির বিদ্রোহী বলে জানা যায়।
মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণগুলোর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মোঃ নুরুজ্জামানের ভোটারদের স্বাক্ষর সঠিকতা না থাকা ও অতিরিক্ত স্বাক্ষর গ্রহণ। একই আসনে জাসদ প্রার্থী গিয়াসউদ্দিনের ফরমে স্বাক্ষর না থাকা এবং আয়করের রিটার্ন দাখিল না হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়। কুষ্টিয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের ভোটার স্বাক্ষরে সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) নুরুল ইসলাম আনসারের ভোটার স্বাক্ষরতা সঠিকতা না থাকা এবং ২৭ ভোটারের নাম তালিকায় না পাওয়ায় বাতিল করা হয়।
আরেক স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মো. শেখ সাদীর ভোটার স্বাক্ষরতায় ৩৮ জনের নাম তালিকা নেই, আর ৪৪ জনের স্বাক্ষর দুই বার হয়েছে। এছাড়া তিনি আয়কর রিটার্ন জমা না দেয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী খায়রুল ইসলাম সরকারি চাকরি থেকে মাত্র ৪ মাস আগে চাকরি থেকে অবসর নেন। আইনের ব্যত্যয় ঘটায় তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। প্রার্থিতা যাচাই-বাছাইকালে সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



