বগুড়ায় দিনভর ফ্যাসিবাদবিরোধী মোটরসাইকেল মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বগুড়া পৌর এলাকায় ১০টি পয়েন্টে জামায়াতে ইসলামীর এ র্যালি অনুষ্ঠিত হয়।
বগুড়া শহর ২য় বাইপাস সড়কে অনুষ্ঠিত মিছিলে মাওলানা আব্দুল জলিল, অধ্যাপক হারুনার রশিদ, ২১ নম্বর ওয়ার্ড আমির আব্দুস সালাম, সেক্রেটারি মাহবুবুর রহমান, মাস্টার আনছার আলী ও মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে বিকেলে ইব্রাহিম নগরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশে আগুনসন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। তারা পালিয়ে থেকে দেশে লকডাউনের ডাক দিয়ে নাশকতা উসকে দিচ্ছে। আগুনসন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোনো ছাড় দেয়া হবে না। দুই হাজার ছাত্র-জনতার শাহাদত ও ৩০ হাজারের বেশি আহতের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এ দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের কোনো স্থান নেই।



