ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমকে উপজেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, ‘আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করছি। নির্বাচনের পর আমরা বিজয়ী হলে জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো ভাতা দেবো। বোরহানউদ্দিনে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করব। ভোলার মতো এখানকার জনগণের জন্য গ্যাস এনে দেবো।’
তিনি মাদক ও কিশোর গ্যাংকে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, ‘ভবিষ্যতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে সাংবাদিকদের অনেক কষ্ট হয়েছে, তারা নির্যাতিত হয়েছেন। আমি আপনাদের কষ্ট দেই নাই ও দেবো না।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরন। তিনি হাফিজ ইব্রাহিমকে মনোনয়ন দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান এবং আশ্বাস দেন, ‘আমরা চারটি আসন উপহার দেবো।’
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, ‘জুলাই ও আগস্টসহ গত ১৭ বছরে যারা জীবন দিয়েছেন এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের আমরা স্মরণ করছি। আমরা সবাই মিলে ধানের শীষকে এগিয়ে নিয়ে যাব।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম, সদস্য সচিব অ্যাডভোকেট আজম কাজী ও পৌর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবীর প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



