পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মজিবর খন্দকার (৫৫) নামে এক মানসিক রোগী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার ছৈলাবুনিয়া মল্লিক বাড়ির সামনে বরগুনা-সুবিদখালী-বাকেরগঞ্জ-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর খন্দকার পটুয়াখালীরসদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকি বাড়িয়া গ্রামের মরহুম সত্তার খন্দকারের ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, মল্লিক বাড়ির সামনে মহাসড়কে মজিবর খন্দকার নামে ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং মির্জাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।