পাঁচবিবিতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ১

গ্রেফতার হওয়া সালমা বেগম ওই গ্রামের মো: নয়ন উদ্দিন ওরফে নুর মোহাম্মদ বিপ্লবের স্ত্রী।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

Location :

Panchbibi
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ |নয়া দিগন্ত গ্রাফিক্স

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) ওই কিশোরীর বাবা আরমান মন্ডল তিনজনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ মামলার ২ নম্বর আসামি সালমা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাগজানা ইউনিয়নের কুটুহারা গ্রামে এ ঘটনা ঘটে।’

গ্রেফতার হওয়া সালমা বেগম ওই গ্রামের মো: নয়ন উদ্দিন ওরফে নুর মোহাম্মদ বিপ্লবের স্ত্রী। অন্য পলাতক আসামিরা হলেন উপজেলার পশ্চিম রামচন্দ্র গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে আতাউর রহমান ও কুটুহারা গ্রামের মরহুম মোফাজ্জলের ছেলে নয়ন উদ্দিন ওরফে নুর মোহাম্মদ বিপ্লব (৪৫)।

শুক্রবার (১১ জুলাই) সকালে নয়ন ও তার স্ত্রী সালমা বেগম কিশোরীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে পূর্ব থেকে ঘরে থাকা আতাউর রহমান ও কিশোরীকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেন। এ সময় কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে থাকলে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় সুযোগ বুঝে আতাউর রহমান পালিয়ে যান।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, ‘এ ঘটনায় ভিকটিমের বাবা থানায় মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।’