বিয়ের প্রলোভনে ধর্ষণ

চাটমোহরে কিশোরীকে পতিতাবৃত্তি করানোর মামলায় যুবক গ্রেফতার

পাবনার চাটমোহরে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ এবং তাকে দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগে জড়িত আরো একজনকে আটক করেছে পুলিশ।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Chatmohar
চাটমোহরে কিশোরীকে পতিতাবৃত্তি করানোর মামলায় যুবক গ্রেফতার
চাটমোহরে কিশোরীকে পতিতাবৃত্তি করানোর মামলায় যুবক গ্রেফতার |নয়া দিগন্ত

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল রায়নগর গ্রামের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও তাকে দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগে জড়িত আরো একজনকে আটক করেছে চাটমোহর থানা ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দুপুরে আসামি নাসির উদ্দিনকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ধামাইচ চর-কুশাবাড়ী গ্রামের জহরদি মোল্লার ছেলে নাসির উদ্দিন (২৩)।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আতিকুর রহমান জানান, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে আসামি নাসির উদ্দিনকে চাটমোহর থানা ও হান্ডিয়াল পুলিশ তদন্তের যৌথ অভিযানে মান্নান নগর এলাকা থেকে আটক করে। তাকে চাটমোহর থানায় পাঠানো হয়েছে।

উপজেলার হান্ডিয়াল রায়নগর গ্রামের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে (১৪) বিয়ের প্রলোভনে ধর্ষণ ও তাকে দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগ উঠে।

ভুক্তভোগী মেয়ের বাবা ২৯ আগস্ট চাটমোহর থানায় মামলা দায়ের করেন। এদিন রাতেই এ মামলায় প্রধান আসামি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামের মরহুম তসলিম হোসেনের ছেলে নাঈম হোসেনকে (২৫) আটক করে জেল হাজতে পাঠান চাটমোহর থানা পুলিশ।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা করেছেন মেয়েটির বাবা। মামলার আলোকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত নাসির উদ্দিন নামীয় এক আসামিকে আটক করেছে। তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।