বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘পার্লামেন্টে কোরআনের ভিত্তিতে আইন রচনা হবে, সেই আইন দিয়ে দেশ চলবে। এখানে কোনো দুর্নীতি হবে না, কোনো অর্থ আত্মসাৎ হবে না, কারো প্রতি অবিচার করা হবে না, ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না, বেকারত্ব থাকবে না, কোনো মানুষের ভিক্ষাবৃত্তি থাকবে না।’
শনিবার (১৯ এপ্রিল) বাদ মাগরিব শহরের আমির উদ্দিন প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিউর রহমান আকন্দ বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩শ’ আসনে প্রার্থী দিবে। প্রত্যেক প্রার্থী হাতে কোরআন নিয়ে ভোটারদের সামনে দাঁড়িয়ে বলবে আমরা কোরআনের আইন কায়েম করতে চাই। এই সুপ্রিম ‘ল’ কায়েম করতে চাই। এ কোরআনের বাস্তবায়নের জন্য আপনাদের সামনে আমরা এসেছি, আমাদেরকে ভোটদিন। এদেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয় তাহলে কোরআনের আইন বাস্তবায়ন হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ৫৫ হাজার ১শ’ ২৬ বর্গ মাইলের মধ্যে মুক্তাগাছার ১০টি ইউনিয়ন ১টি পৌরসভা, এই জায়গায় আপনারা যাকে এমপি বানাবেন তিনি হবেন এখানকার সরকার। তার নির্দেশে চলবে এখানকার অ্যাডমিনিশট্রেশন, এখানকার থানা, পুলিশ।’
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ধান কাটে একজনে মামলা হয় আরেক জনের নামে। যদি এই ধরনের মামলা নেয়া হয় ২৪ ঘন্টার মধ্যে সেই ওসি স্ট্যান্ড রিলিজ হয়ে যাবে। কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে জুলুম করতে পারবে না। কারো বিরুদ্ধে মামলা হলে, তদন্ত হবে আগে, তদন্তে অপরাধ ধরা পরলে অবশ্যই তার বিচার হবে। বিনা কারণে একটি লোককেও হয়রানি করা হবে না।’
চাঁদাবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই মাটিতে কোনো ব্যক্তির বাবার ক্ষমতা নেই চাঁদাবাজি করবে, মাস্তানি করবে। চাঁদাবাজদের অবশ্যই জেলে নিক্ষেপ করা হবে সে যেই হাউক না কেন।’
অন্য ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোন হিন্দু অনিরাপদ থাকবে না।’
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরো বলেন, ‘এদেশের ছাত্র সমাজ, যুবসমাজ রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছে, কারো সম্পত্তি, কারো ঘরবাড়ি দখল করার জন্য নয়। এসব বন্ধ হয়ে যাবে যদি আগামী দিনে আপনারা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সেটি হল আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনে যিনি প্রার্থী হবেন তাকে ভোট দেন।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌর সভার আমির আফতাবুর রহমান আকন্দের সভাপতিত্বে কর্মী সম্মলনে বিশেষ অতিথি ও অন্যদের মাঝে বক্তব্য দেন মুক্তাগাছা উপজেলা আমির অধ্যাপক শামছুল হক, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মোস্তফা রায়হান প্রমুখ।