সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় সহোদর ভাই-বোনের মৃত্যু

‘বিষয়টি কিছুক্ষণ আগেই শুনতে পেরেছি। ঘটনাস্থল আমাদের থানায় নাকি এনায়েতপুর থানায় সেটি নিয়েও নিশ্চিত নয়।’

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় সহোদর ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় সহোদর ভাই-বোনের মৃত্যু |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় মামুদপুর গ্রামে খাদ্য বিষক্রিয়ায় ভাই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকি বিল্লাহ(৫) ও আছিয়া খাতুন (৪)। সম্পর্কে তারা আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক স্থানীয় একটি তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কাঁঠাল ও মুড়ি খায় দুই শিশু। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই বোন আছিয়া এবং ভাই বাকি বিল্লাহ অসুস্থ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীরা জানান, গত দুইদিন আগে নানা বাড়ি থেকে বড় কাঁঠাল নিয়ে আসেন। এরপর সেদিনই কাঁঠাল ভেঙে খায় তারা। তবে বাকি অংশ টুকু মেঝেতে রেখে দেয়া হয়। পরেরদিন সেই কাঁঠাল মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার পরেই দুই ভাই বোনের মৃত্যু হয়।

এ বিষয়ে বেলকুচি থানা পুলিশের ওসি মো: জাকেরিয়া বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগেই শুনতে পেরেছি। ঘটনাস্থল আমাদের থানায় নাকি এনায়েতপুর থানায় সেটি নিয়েও নিশ্চিত নয়। তবে আমরা যাচ্ছি। দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।’