জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচারের দাবি

রংপুরে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিক্ষোভ

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, আহত জুলাই যোদ্ধা মাহবুবুর রহমান প্রমুখ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন শহীদ পরিবার ও আহত যোদ্ধারা
জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন শহীদ পরিবার ও আহত যোদ্ধারা |ছবি : নয়া দিগন্ত

জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা পরিষদের উদ্যোগে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভটি জাহাজ কোম্পানি মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো প্রেসক্লাবে এসে শেষ হয়।

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, আহত জুলাই যোদ্ধা মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন দিতে হবে। তা না হলে আহত ও নিহতদের সাথে বেইমানি করা হবে। দাবি না মানলে প্রয়োজনে আবারো আন্দোলনে যাবো।