রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছাত্রশিবিরের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছাত্রশিবিরের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার বিকেলে নগরীর ভদ্রামোড়ে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি ভদ্রামোড় থেকে শুরু হয়ে তালাইমারী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনুল, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ও রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দিন।

এতে বক্তারা বলেন, ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল হামলা ও নারী হেনস্তার মতো ঘটনার সাথে জড়িত, অথচ ছাত্রশিবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে তারা।’

বক্তারা আরো বলেন, ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার হলেও তা বানচালের নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। এর বিরুদ্ধে দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।