সীতাকুণ্ডে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রহমত নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
নিহত নাসির উদ্দিন
নিহত নাসির উদ্দিন |ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো: নাসির উদ্দিন (৪৫) নামে উপজেলা কৃষকদলের এক নেতাকে মুখোশধারী একদল সন্ত্রাসী নিজ বাড়ির সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রহমত নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

নিহতের ভাই আজাদ হোসেন জানান, বাসায় ইফতার করে মোটরসাইকেলযোগে পাশের গরুর খামারে যাচ্ছিলেন তিনি। কিছুদূর যাওয়ার পর একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে গাড়িতে থাকাবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে। এতে তার ঘাড় প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ‘পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই কাজ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের টিম কাজ করছে।’