হুমকির মুখে পর্যটন

পারকি সৈকতে ঢেউয়ের তাণ্ডব, উপড়ে পড়েছে শত শত ঝাউগাছ

‘পারকি সৈকত রক্ষায় জিও টিউব ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি পারকি থেকে কর্ণফুলী টানেল পর্যন্ত দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।’

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
পারকি সৈকতে ঢেউয়ের তাণ্ডব, উপড়ে পড়েছে শত শত ঝাউগাছ
পারকি সৈকতে ঢেউয়ের তাণ্ডব, উপড়ে পড়েছে শত শত ঝাউগাছ |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে অস্বাভাবিক জোয়ার ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আগ্রাসী ঢেউয়ের তোড়ে সৈকতের বিস্তীর্ণ ঝাউবাগান ও বালিয়াড়ি ক্ষতিগস্থ হয়েছে। উপড়ে পড়েছে শত শত ঝাউগাছ, ভেঙে গেছে অন্তত আটটি দোকান ও একটি বৈদ্যুতিক খুঁটি।

বুধবার (৩০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈকতের দক্ষিণ প্রান্তে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ভেঙে পড়েছে পাশের লুসাই পার্কের সীমানা প্রাচীর। জোয়ারের পানিতে আশপাশের ডোবা ও ব্যক্তিমালিকানাধীন জমি সাগর গর্ভে বিলীন হচ্ছে।

স্থানীয়রা জানান, পাকিস্তান আমলে কর্ণফুলী মোহনায় নির্মিত পাথরের বাঁধ ড্রেজিংয়ের কারণে ভেঙে পড়ার পর থেকেই পারকি উপকূলে ঢেউয়ের আঘাত তীব্র হয়ে ওঠে। গত কয়েক বছরে সৈকতের নিচ থেকে ব্যাপকভাবে বালু সরে গিয়ে এখন তা ভয়াবহ রূপ নিয়েছে।

ক্ষতিগ্রস্থ দোকানদার মোহাম্মদ রাসেল জানান, ‘গত তিন দিনে আমার দোকানসহ আটটি দোকান ভেঙে গেছে। আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

পর্যটক রবিউল হাসান বলেন, ‘আমি প্রায় নয়বার এসেছি। প্রতিবারই দেখি ঝাউগাছ কমে যাচ্ছে, সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আর কেউ এখানে ঘুরতে আসবে না।’

পারকি সৈকত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাশেম বলেন, ‘এই সৈকতের ওপর নির্ভর করেই শত শত পরিবার জীবিকা নির্বাহ করে। এখন জোয়ারের তাণ্ডবে সব ধ্বংস হয়ে যাচ্ছে।’

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদ বলেন, ‘পারকি সৈকত রক্ষায় জিও টিউব ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি পারকি থেকে কর্ণফুলী টানেল পর্যন্ত দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অস্থায়ীভাবে জিও ব্যাগ টিউব ব্যবহারের উদ্যোগ এবং স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের অনুরোধ করা হয়েছে।’