চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কে বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রেফায়েত হক বাঁধন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্লাবন নামে (৩২) মোটরসাইকেল আরোহী।
বুধবার (৯ এপ্রিল) সকালে দশমাইল হাইওয়ে মহাসড়কের মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত বাঁধন দিনাজপুর চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের সাতনালা গ্রামের মো: নজরুল হকের ছেলে। প্লাবন নিহতের ছোটভাই।
স্থানীয়দের থেকে জানা গেছে, তারা দুই ভাই সৈয়দপুর এর দিকে যাচ্ছিলেন। বিপরীতদিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাঁধন পেছনের চাকার নিচে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং প্লাবন আহত হন। এ সময় ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বালুবাহী ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।